ঢাকা, ১১ মে, ২০২৫
সর্বশেষ:

বেনাপোলে রপ্তানি বাণিজ্য বন্ধ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬:৫৪, ২৮ অক্টোবর ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

পরিবহন ধর্মঘটের কারণে রবিবার সকাল থেকে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোল বন্দরে মালামাল খালাশ প্রক্রিয়া বন্ধ রয়েছে। তবে বন্দরের অভ্যন্তরে ভারতীয় ট্রাক থেকে পণ্য আনলোড করে বন্দর শেডে রাখার কাজ চলছে। স্বাভাবিক রয়েছে বন্দরের আমদানি বাণিজ্য। তবে বাংলাদেশে থেকে কোন পণ্যবোঝাই ট্রাক ভারতে রপ্তানি হয়নি।

এদিকে পরিবহন ধর্মঘটের কারণে ভারত থেকে আসা শতশত পাসপোর্টধারী যাত্রী বেনাপোল চেকপোস্টে আটকা পড়ে দুর্ভোগের শিকার হচ্ছেন। অনেকেই আবার বিকল্প ব্যবস্থা হিসেবে ভ্যান, রিকশা, ট্যাম্পু ও ট্রেনযোগে আত্মীয় স্বজনদের বাড়িতে আশ্রয় নিচ্ছে। কেউ কেউ অবার স্থানীয় আবাসিক হোটেল উঠেছেন।

বেনাপোল বন্দর এলাকায় কয়েকশ রপ্তানি পণ্যবোঝাই ট্রাক ভারতে রপ্তানির অপেক্ষায় আটকে আছে। পরিবহন শ্রমিকরা পণ্যবোঝাই ট্রাক ভারতে যেতে বাধা দিচেছ।

সোহাগ পরিবহনের বেনাপোলস্থ ম্যানেজার শহিদুল ইসলাম জানান, ৪৮ ঘণ্টার ধর্মঘটের কারণে বেনাপোল থেকে দূর পাল্লার কোনিা যান ছাড়া হয়নি। ভারত থেকে আসা অনেক যাত্রী পরিবহন কাউন্টারে অবস্থান করছে।

বেনাপোল কাস্টমস কমিশনার জানান, পরিবহন ধর্মঘটে বেনাপোল কাস্টমসও বন্দরে কাজকর্ম স্বাভাবিক রযেছে। এছাড়া ভারত থেকে আসা পাসপোর্ট ধারী যাত্রী পারাপার অব্যাহত আছে।

বেনাপোল বন্দরের পরিচালক প্রদ্যুত কান্তি দাস জানান, পরিবহন ধর্মঘটের কারণে বাংলাদেশ থেকে কোনো রপ্তানি হয়নি। তবে আমদানি বাণিজ্য অব্যাহত আছে। সকাল থেকে ৮৯টি পণ্যবোঝাই ট্রাক বেনাপোল বন্দরে প্রবেশ করেছে। বন্দরের অভ্যন্তরে কাজ কর্ম স্বাভাবিকভাবে চলছে।

 

নিউজওয়ান২৪/টিআর

আরও পড়ুন
স্বদেশ বিভাগের সর্বাধিক পঠিত